শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
হাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৩ জুন ২১) ইং সকালে ধনবাড়ী পৌরসভার চাতুটিয়া গ্রামে ২৫ জন নারীর অংশগ্রহনে স্বাস্থ্য সেবা ও নারী ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে ধনবাড়ী উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আফসানা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন-ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাহনাজ সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবউন্নাহার লিনা বকল।
এসময় তথ্য সেবা সহকারী রিনা খাতুন, সাংবাদিক হাফিজুর রহমান সহ এলাকার গন্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের স্বাস্থ্য সেবা, যৌতুক, বাল্যবিবাহ, নারীর জীবনমান্নয়ন, নারী ক্ষমতায়ন ও আইনি সহায়তা সহ বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করেন। উঠান বৈঠক শেষে প্রত্যেক নারী কে ১’শত টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়।