বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২০ জন শনাক্ত হয়েছেন, এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২’হাজার ৯৬৯ জন এবং মৃতের সংখ্যা ৭২ জন। করোনায় আক্রান্তের হার প্রায় ৪৬ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায় চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলায় ৮০ বছর বয়সী একজন পুরুষ, পীরগঞ্জ উপজেলার ৪৮ বছর বয়সী একজন পুরুষ, রাণীশংকৈল উপজেলায় ৬৬ এবং ৭০ বছর বয়সী দুইজন পুরুষ এবং বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৫ বছর বয়সী এক যুবক মৃত্যু বরণ করেছেন।
আক্রান্তরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২৪ জন, পীরগঞ্জ উপজেলায় ০৯ জন, রানীশংকৈল উপজেলায় ১৭ জন এবং হরিপুর উপজেলায় ১৪ জন।
ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন জনসচেতনা সৃষ্টির জন্য পুলিশ প্রশাসন মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে চলার আহবান জানান।