সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গাইবান্ধায় করোনার মহামারীতে বেড়েছে অটোরিস্কা চুরি

গাইবান্ধায় করোনার মহামারীতে বেড়েছে অটোরিস্কা চুরি

ফয়সাল রহমান জনি গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায়  করোনার মহামারীতে আকঙ্কিক ভাবে বেড়েছে অটোরিস্কা চুরির ঘটনা।   করোনায় এমনিতেই বিপাকে নিম্ন   আয়ের মানুষ তার উপর চড়ে বসেছে অটোরিস্কা চুরি । চোর চক্রটি যাত্রী বেশে সুকৌশলে চুরি করে নিয়ে যা”েছ অটোরিস্কা। পা চালিত রিস্কার প্রচলন কমে যাওয়া সংসাসের সুখের আশায় ধার দেনা আর দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে অটোরিস্কা কিনেছেন অনেকে । কিš‘ সেটি যখন চুরি হযে যায় তথন তাদের আর কিছু থাকেনা ।
সম্প্রতিক শহরের ফুলছড়ি থেকে যাত্রী বেশে কয়েকজন লোক আলগীর মিয়ার অটোরিস্কায় ওঠে পলাশবাড়ি যাওয়ার জন্য ,পথে পানের সাথে চেতনানাশক ওষধ খাইয়ে পৌর পার্কের পাশ্বে রাস্তায় ফেলে রেখে অটোটি নিয়ে যায়। পরে ¯’ানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি কযেক ঘন্টা পর তার জ্ঞান ফেরে। পরে জানতে পারে তার অটোটি নিয়ে গেছে। এর পর বিভিন্ন খোজ খবর
আর থানায় অভিযোগ করেও উদ্ধার হয়নি। তার মত একই অব¯’া সাদুল্যাপুর উপজেলার এনায়েপুর গ্রামের  হাবিবুর মিয়ার এনজিও কাছ থেকে টাকা নিয়ে অটো রিস্কা কিনেন । এর পর শহরের পূবপাড়া থেকে কয়েকজন একই ভাবে চেতনানাশক ওষধ খাইয়ে তার অটোটি নিয়ে যায়। ঘটনার আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার অটোটি উদ্ধার হয়নি। তবে প্রতিমাসে নিয়মিত তাকে বারোহাজার টাকা কিস্তি দিতে হ”েছ। পরিবার তিন সন্তান নিয়ে মানবেতন জীবন যাপন করছে হাবিবুর মিয়া। জেলা শহরের বিভিন্ন অলিগলিতে এমন ঘটনা বৃদ্ধি পাওয়ায় উবিগ্ন এই পেশার সাথে থাকা চালক ও মালিকরা। তারা এই চোর চক্রকে দ্রæত গ্রেফতার ও অটোরিস্কাগুলো দ্রæত উদ্ধারের দাবী করেন। এবিষয়ে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন ,ইতিমধ্য বেশ কিছু চোর চক্রকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হয়েছে অটোরিস্কা । বাকীদের উদ্ধারের পুলিশ তৎপরতা চলছে।  জেলা জুরে ২০টির মত অটোরিস্কা চুরি ঘটনা ঘটেছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD