ফয়সাল রহমান জনি গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, পর্যাপ্ত আইসিউ ও পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক মঞ্চ, গাইবান্ধা।
শনিবার (১০ জুলাই) দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের (মার্কসবাদী) কাজী আবু রাহেন শফিউল্যাহ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) মৃণাল কান্তি, সাম্যবাদী আন্দোলনের সবুজ মিয়া, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, জন উদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, জাসদ নেতা মামুনুর রশীদ রুবেল, নুর মোহাম্মদ বাবু, ছাত্র নেতা রোকনুজ্জামান রোকন, ওয়ারেছ সরকার, শামীম আরা মিনা, রাহেলা সিদ্দিকা প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন নারী নেত্রী নিলুফার ইয়াছমিন শিল্পী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাবেক কাউন্সিলর জি এম চৌধুরী মিঠু, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার বিষয় তুলে ধরে অবিলম্বে হাইফ্লো ন্যাজাল কেন্যুলা সংযোজনসহ সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করার দাবি জানান। সেইসাথে জরুরি ভিত্তিতে গাইবান্ধায় পিসিআর ল্যাব স্থাপনেরও দাবি জানান তারা।
এছাড়া বক্তাগণ শ্রমজীবী মানুষসহ সকলকে করোনা টিকা কর্মসূচির আওতায় আনার দাবি করেন এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ টিকা প্রদানের ব্যবস্থা করতে সিভিল সার্জনের প্রতি আহ্বান জানান।