শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শপথ গ্রহণ করেছেন নব নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যরা।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
সংরক্ষিত ও সাধারণ ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, চেয়ারম্যানদের পক্ষে মিরাজ মিয়া ও ইউপি সদস্যদের পক্ষে মো. নজরুল ইসলাম বেপারী।
এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাহান, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ওসি (তদন্ত) আব্দুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশসহ গন্যমাধ্যম কর্র্মীরা।
উল্লেখ্য, গত ২১ জুন‘২১ প্রথম ধাপের নির্বাচনে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা ৬ টি ইউপিতে নির্বাচিত হয়েছেন- ১নং তুষখালী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, ৩ নং মিরুখালী ইউনিয়নে আবু হানিফ খান, ৭ নং বেতমোর রাজপাড়া ইউনিয়নে দেলোয়ার হোসেন আকন, ৮ নং আমড়াগাছিয়া ইউনিয়নে শারমীন জাহান, ৯ নং সাপলেজা ইউনিয়নে মিরাজ মিয়া ও ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়নে রিয়াজুল আলম ঝনো।