প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২১, ১:৩৪ পি.এম
ঠাকুরগাঁওয়ে মাছ চুরির অপবাদে শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ চুরির অপবাদে এক তৃতীয় শ্রেণীর স্কুল পড়ুয়া শিশুকে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
নির্যাতিত শিশু জুয়েল রানা (৯) ৮নং দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকার পাড়া গ্রামের মনিরউদ্দিনের ছেলে। সে পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ছাত্র।
স্হানীয়রা জানায় শুক্রবার সকাল ১০.৩০মিনিটে মল্লিকপুর তামলাই দিঘি পাড়ের পাশে জনৈক জহিরুল ইসলামের বাড়ির পাশে ঘটনাটি ঘটে।
জুয়েলের বাবা মনিরউদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ চুরির অপবাদে তাকে একটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন চালান একই গ্রামের রমজান আলী বাসু। এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ বিষয়ে অভিযুক্ত রমজান বাসু বলেন, হাঁসি তামাশা করে তাকে বেঁধে দুইটা বাড়ি দিয়েছি। নির্যাতন করিনি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2024 দৈনিক মাতৃছায়া. All rights reserved.