সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গাইবান্ধায় র‍্যাবের জালে ফেন্সিডিল ও এমকে ডিলসহ মাদক কারবারি আটক

গাইবান্ধায় র‍্যাবের জালে ফেন্সিডিল ও এমকে ডিলসহ মাদক কারবারি আটক

ফয়সাল রহমান জনি , গাইবান্ধা জেলা  প্রতিনিধিঃ

একের পর এক সফল মাদকবিরোধী অভিযান চালিয়ে গাইবান্ধাকে মাদকমুক্ত রাখতে ব্যাপক ভূমিকা পালন করছে র‍্যাব-১৩ সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্প।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জুলাই) গভির রাতে গোবিন্দগঞ্জ থানার অধীনে রংপুর-বগুড়া মাহাসড়কের অভিরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিল ও ৯২ বোতল এমকে ডিলসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৩।

আটক শরিফুল ইসলাম গাজিপুর জেলার মধ্যপাড়া গ্রামের লতিফ মিয়ার ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা এর ফ্লাইট লেফটেন্যান্ট ( মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এর নেতৃত্বে র‌্যাব ১৩’র একটি চৌকষ দল গোবিন্দগঞ্জের অভিরামপুর বাজারস্থ রংপুর-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪৭ বোতল ফেন্সিডিল ও ৯২ বোতল এমকে ডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল ইসলাম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD