শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-৩, আহত-২

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-৩, আহত-২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের কচুবাড়ি বোডঅফিস নামক এলাকায় সড়ক দূর্ঘটনায় অটোচালকসহ ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি বোডঅফিস বাজার এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কচুবাড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য ধীরেন্দ্র নাথের ছেলে চঞ্চল (৪২), সুরত আলীর ছেলে মোস্তফা (৪৫) এবং সালন্দর শিংপাড়া গ্রামের মজিবর রহমান (৫৭)।

অপরদিকে আহতরা হলেন উপজেলার কচুবাড়ি গ্রামের মোটাই মোহাম্মদের ছেলে বাহিরুল ইসলাম (৪০) এবং সালন্দর শিংপাড়া গ্রামের সফি উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩৩)। আহতদের মধ্যে বাহিরুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষর্দশীরা জানায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি ট্রাক পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল, এমন সময় বাইপাশ সড়ক শাসলাপিয়ালা থেকে অপর একটি ট্রাক মহাসড়কে উঠার সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ট্রাকটি রাস্তার পাশে দাড়িয়ে থাকা ব্যাটারি চালিত অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষনা করেন। তারা সকলেই অটোর যাত্রী ছিলেন।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন কচুবাড়ি বোর্ড অফিস নামক এলাকায় দূর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাক দুটিকে আটক করা হয়েছে।

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD