বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

পিরোজপুরে শপথ শেষে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য আহত

পিরোজপুরে শপথ শেষে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য আহত

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে শপথ শেষে বাড়ি ফেরার পথে দূবৃত্তদের হামলায় এক নব নির্বাচিত ইউপি সদস্য আহত হয়েছে। আহত আনসার উদ্দিন হাওলাদার (৫৫) ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য ও পশ্চিম হরিনা এলাকার মৃত: ইয়াকুব আলী হাওলাদার পুত্র। তিনি এই ২য় বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে শপথ শেষে বাড়ি ফেরার পথে দূবৃত্তদের হামলায় তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ. জা. মাসুদুজ্জামান। আহত ইউপি সদস্যর মোটরবাইক ড্রাইভার আসাদুল ইসলাম জানান, আমরা শপথ শেষে বাড়ি ফিরছিলাম। পথে রাণীপুর এলাকায় হঠাৎ করেই কিছু লোক রাস্তায় পথ আটকে অতর্কিত হামলা চালায়। প্রথম হামলায় আমার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। আমার মাথায় হেলমেট থাকায় কাঠ ভেঙে যায়। ভাঙা কাঠ দিয়ে পরে ইউপি সদস্যর মাথায় আঘাত করে তাকে আহত করে। ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আজমীর হোসেন মাঝি জানান, বিকালে উপজেলা পরিষদে শপথ শেষ করে ইউপি সদস্যদের নিয়ে এলাকায় ফিরছিলাম। হঠাৎ রাস্তা আটকে দুর্বৃত্তদের হামলায় এই ইউপি সদস্য আহত হয়েছে। জেলা হাসপাতালের ডা. আরিফ হাসান জানান, আহত অবস্থায় ইউপি সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ. জা. মাসুদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD