বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার হরিপুর উপজেলায় সাপের কামড়ে মানিকা খাতুন (২৩) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর ইউপির চেয়ারম্যান আতাউর রহমান মোল্লা।
সোমবার (৩০ আগস্ট) গভীর রাতে খোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই যুবতী হরিপুর উপজেলার সদর ইউনিয়নের খোলড়া গ্রাামের জসিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায় সোমবার রাতে খাওয়া শেষে স্বামী-স্ত্রীসহ ছেলে-মেয়েদের নিয়ে বিছানায় ঘুমাতে যায়। হঠাৎ ভোর রাতে তার স্ত্রী অসুস্থ বোধ করে। পরে বাতি জ¦ালিয়ে বিছানায় একটি গোকড়া সাপ দেখতে পায়। মানিকা খাতুন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে আসার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
হরিপুর থানার ওসি আরওঙ্গজেব বলেন বিষাক্ত সাপের কাপড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।