ফয়সাল রহমান জনি গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে ক্রিকেট খেলার বল পায়ে লাগা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী সহ তিন জন আহত হয়েছে। গতকাল রাতে এমন ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সুত্রে জানা যায়, রামচন্দ্রপুর ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামে আশরাফুল ইসলামের ছেলে স্বপন শেখ বিকালে বাড়ির উঠানে খেলা করছিল । এসময় প্রতিবেশী জোহা মিয়ার স্ত্রী আইমা বেগম বাধা দেয়। পরে এক পর্যায়ে স্বপন শেখ মারধর করে। স্বপন শেখের চিৎকারে স্বপনের দাদী রাজিয়া ও স্বর্না বেগম এগিয়ে আসছে আইমা স্বামী জোহা মিয়া ও তার ভাই মনু মিয়া সহ আরো কয়েকজন মারধর করে। পরে ¯’ানীয়রা আহত স্বপন সহ রাজিয়া ও স্বর্নাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে । এ ঘটনায় আরিফ মিয়া বাদী হয়ে ০৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন।