ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপ ১১ অক্টোবর সোমবার সন্ধ্যায় পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। এসময় তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময়সহ আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরত্বপূর্ণ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সহ সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, সহকারী কমিশনার (ভুমি) তুহিন হোসেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, সাঘাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম কুমার চন্দ, হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি ডাঃ দ্বিজেন্দ্র নাথ পাল, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রফুল্য বর্মন।