ঠাকুরগাঁওপ্রতিনিধি: জেলার রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে রিফাত ও কাউসার নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রাণীশংকৈলে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু। বিষয়টি নিশ্চিত করেছেন স্হানীয় ইউপি সদস্য বাবলুর রহমান।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে শিশু দুটি কাউকে না জানিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়, পরিবারের সদস্যদের ধারণা ছিল তারা বাসায় ফিরে আসবে । কিন্তু দুপুরে শিশু দুটির দাদা পুকুরে গোসল করতে গেলে একজনের মরদেহ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে, পরে খোঁজাখুঁজির পরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।