শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গাইবান্ধায় ০২ ফাউন্ডেশনের সহায়তায় ১৫০ জন হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মসজিদে অনুদান ।

গাইবান্ধায় ০২ ফাউন্ডেশনের সহায়তায় ১৫০ জন হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মসজিদে অনুদান ।

 

হাসান হাবিব তালুকদার:-

 

উত্তরের জেলা গাইবান্ধায় হিমালয়ের হিমবাহ ও তীব্র শীতের মাঝে গরমের প্রলেপ দিতে প্রতিবারের মত এবারো ২০২২ সালে গাইবান্ধায় ১৫০ জন, অসহায়, এতিম, গরিব বাচ্চাদের, মাঝে কম্বল বিতরন করেন,০২ ফাউন্ডেশন। এছাড়া বোয়ালি ইউনিয়নের ১ টি মসজিদের জন্য মাইক এবং টিউবওয়েল এর সাথে রামচন্দ্রপুরের ১টি এতিম খানায় ২ টি পাটি প্রদান করে উক্ত সংগঠন টি।

 

সংগঠনের মুখপাত্র রাকিব হাসান রোজ বলেন, আমাদের এই মানবিক কাজে পুরো বছরজুড়ে চলছে, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত অসহায় মানুষ, এতিম বাচ্চা সহ অসংখ্য মসজিদ, মাদ্রাসা,মন্দিরে আমরা বিভিন্নভাবে সাহায্য করে এসেছি।,যখন যা প্রয়োজন আমরা তা ব্যাবস্থা করে দেই। আমাদের এই মহতী কাজে যারা পাশে থেকে সহায়তা করেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ।

 

উক্ত সংগঠনের সভাপতি নাহিদ হাসান সাধারণ সম্পাদক শফিক সোমেল বলেন, আমরা সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি ,আর এই কাজ চলমান থাকবে বলে আশা করি। সংগঠনের পক্ষ থেকে

 

কম্বল বিতরন সহ সকল কাজে উপস্থিত ছিলেন, রোকসানা রিমা, নাহিদ হাসান, বাবু সোহেল,শফিক সোমেল, সুমিত সহ অনেকেই।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD