সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের নরিল্যা দারুস সুন্নাহ হাজী আব্দুল খালেক সুফিয়া এতিম খানা মাদ্রাসার ২১০ জন শিক্ষার্থীর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও পরিসদের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার(২ফেব্রæয়ারী২২)ইং দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা।
এসময় ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন,সহকারী পুলিশ সুপার মধুপুর(সার্কেল) শাহীনা আক্তার, ধনবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন্নার লিনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরশেদ আলম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবুল, ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন, ধোপাখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, অত্র মাদ্রাসার মুহতামিম মিজানুর রহমান ও মাদ্রাসার সকল শিক্ষক সহ উপজেলার সকল কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।