সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ঠাকুরগাঁওয়ে ফাটল ধরা মডেল মসজিদে জুমার নামাজ আদায়ে মুসল্লিদের ঢল

ঠাকুরগাঁওয়ে ফাটল ধরা মডেল মসজিদে জুমার নামাজ আদায়ে মুসল্লিদের ঢল

 

ঠাকুরগাঁও প্রতিনিধি: নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেলার হরিপুর উপজেলায় উদ্বোধনের আট মাসের মাথায় ফাটল ধরা সেই মডেল মসজিদে প্রথমবারের মতো জুমার নামাজ আদায় হয়েছে। জেলা, উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদটিতে নামাজ আদায় করতে আসেন। পুরুষদের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করেছেন।

শুক্রবার (৪ মার্চ) মডেল মসজিদে মুফতি মাসুদুর রহমান হামিদীর ইমামতিতে জুমার নামাজ আদায় করেন জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কে. এম নুরুল হাসান, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ জেলা ও উপজেলার নারী-পুরুষসহ দুই হাজারের বেশি ধর্মপ্রাণ মুসলমানরা।

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের আযানের আগ মুহূর্ত থেকে সাইকেল, মোটরসাইকেল, প্রাইভেটকারে করে জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্তের মুসলানরা দলে দলে নামাজ আদায় করতে আসেন। মুসল্লিদের সমাগমে এক সময় কানায় ভরে ওঠে মসজিদ প্রাঙ্গণ।

উৎসবমুখোর পরিবেশে প্রথমবারের মতো কাঙ্খিত মসজিদটিতে জুম্মার নামাজ আদায় করেন মুসল্লিরা। ওই দিন মসজিদে নামাজ আদায় করতে দেখা গেছে জেলার উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদেরও।

নামাজ আদায় শেষে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, মসজিদটিতে ফাটলের বিষয়ে আতঙ্ক ছড়ানোটাই স্বাভাবিক। আমিও আতঙ্কিত ছিলাম। কিন্তু ইঞ্জিনিয়াররা যেভাবে পরিদর্শন করে মানুষকে সাহস যুগিয়েছেন সেই থেকে আর ভয় লাগছে না। আমরা গ্রামের মানুষ সহজ সরল। বিশ্বাস নিয়ে চলি। মসজিদটিতে সব সময় এমন মানুষ ভরপুর থাক। ইবাদত আদায় করুক। এটাই প্রত্যাশা করি।

সাদেকুর রহমান বলেন, এত মানুষের সঙ্গে নামাজ আদায় করতে পেরে অনেক ভালো লাগছে। ইসলামি বয়ান, খুৎবাসহ সুরা কিরাত সবকিছু মিলিয়ে মনে হয়েছে অন্যরকম একটা পরিবেশে নামাজ আদায় করছি। একই কথা বলেন নামাজ আদায় করতে আসা রিয়াদুল চৌধুরি।

গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কে. এম নুরুল হাসান বলেন, মসজিদের ফাটলের যে বিষয়টি ছিল সেটি সামান্য ত্রুটি। আমি বারবার বলেছিলাম এটিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ উৎসবমুখর পরিবেশে দুই হাজারের বেশি মানুষ নামাজ আদায় করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার মসজিদটি পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাসেম মোহাম্মদ শাহীন। তিনি সবকিছু তদন্ত করে দেখেছেন। তিনিই অনুমতি দিয়েছিলেন যেন শুক্রবার থেকে মসজিদে নামাজ আদায় করা হয়। সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মাহাবুবুর রহমান মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, মডেল মসজিদের মাধ্যমে ইসলামের সঠিক চর্চা করতে হবে। ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে বিভিন্ন রকম ধর্মীয় অপ্রচারের প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, এখানে ইসলামিক লাইব্রেরি আছে। যেখান থেকে আমরা সকলে ধর্মীয় চর্চা করতে পারবো এবং জ্ঞান অর্জন করতে পারবো। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার আহŸান জানান তিনি।

উল্লেখ্য, ১২ কোটি ১৫ লক্ষ টাকার প্রাক্কলিত ব্যয় ধরে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে জেলার হরিপুর উপজেলায় মডেল মসজিদের নির্মাণ সম্পন্ন হয়। খায়রুল কবির রানা নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মসজিদটির নির্মাণ কার্যাদেশ পান। অপরদিকে ২০২১ সালের ১০ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নির্মিত একযোগে দেশের যে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন তার মধ্যে এই মসজিদটিও ছিল। এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলেও মসজিদটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি।

মসজিদটি কমিটির কাছে হস্তান্তর করার পূর্বেই ৩তলা বিশিষ্ট মসজিদের বিভিন্ন দেওয়াল ও ছাদে ফাটল দেখা দেয়। এতে স্থানীয় মুসল্লীসহ সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়ে।

পড়ে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব আবুল কাশেম মো: শাহীন সরজমিনে এসে তদন্ত শেষে নামাজ আদায়ের নির্দেশ দেন।

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD