শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র জরুরী সভা অনুষ্ঠিত হয়।

হাসান হাবিব তালুকদার:

গাইবান্ধার সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র কার্য-নির্বাহী পরিষদের জরুরী সভানুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ক্লাব’র অস্থায়ী কার্যালয়ে এ সভানুষ্ঠিত হয়। ক্লাব’র সভাপতি ও প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয় তুলে ধরেন সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার হোসেন। এতে গুরুত্বপূর্ণ মতামত পোষণ করেন ক্লাব’র সাংগঠনিক সম্পাদক নূরে শাহী আলম লাবলু, সহ-সভাপতি নূর-আলম মিয়া, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আক্তারবানু ইতি, কার্য নির্বাহী সদস্য ইউনুস আলী প্রমূখ। সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD