সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
হাসান হাবিব তালুকদার ঢাকা।
রমজান বা রামাদান ইসলামি বর্ষপঞ্জির ৯ম মাস এবং ইসলাম ধর্মমতে সবচেয়ে পবিত্রতম মাস এটি। এই মাসে মুসলমানগণ ধর্ম চর্চার অংশ হিসেবে ভোর থেকে সুর্যাস্তের পর পর্যন্ত সকল প্রকার পানাহার বর্জন করে থাকেন আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য ۔ একে আরবীতে ‘সিয়াম’ বলে,বাংলাদেশে যা রোজা নামে পরিচিত ۔۔ আর এই সারা দিন রোজা রাখার পরে আমাদের দেশের অনেক অসচ্ছল পরিবার,অসহায় গরীব মানুষ রয়েছে যারা ইচ্ছে করলেই ঠিক ভাবে ভালো কোন ইফতার করতে পারে না,আর এই অসহায় অসচ্ছল মানুষদের জন্য বাংলাদেশের একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ ,যা কিনা কাচ্চি এন্ড ফুড লাভিং গ্রুপ নামে পরিচিত এই গ্রুপটির কর্ণধাররা সহ আজ তাদের মেম্বারদের সহযোগিতায় গতকাল দেশের দুইটি জেলা ঢাকার-মোহাম্মদপুর রাস্তায়,দুইটি এতিমখানায় ও গাইবান্ধাতে মোট চারশতাধিক অসহায়দের ইফতারের ব্যবস্থা করেন۔
এই কাজের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা হলেন কাচ্চি এন্ড ফুড লাভিং গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন রাকিব হাসান রোজ ,এডমিন নুপুর ঘোষ, রোকসানা রীমা ও এডমিন এস এম তারেক আহসান মিশু এবং সাথে আরো যারা অকালন্ত পরিশ্রম করে অসহায়দের হাতে ইফতার তুলে দিতে সাহায্য করেছেন তারা হলেন এই গ্রুপের সম্মানিত মেম্বার সোমেল,মাহাদী,তন্নী,নাহিদ ,
ওয়ালিদ সহ আরো অনেকে আর সবসময় সার্বিকভাবে দূর থেকে অনলাইনে মনিটরিংএ ছিলেন মডারেটর জুঁই ۔নাদিরা ۔জয়া ও জোস্না ۔۔۔ এই ইফতার বিতরনের সময় এডমিন রাকিব হাসান/নুপুর/মিশু- বলেন আমরা সেই করোনা কালীন সময় থেকে সাধারণ অসহায় মানুষের পাশে ছিলাম,গত শীতেও অসহায় অসচ্ছল রাস্তায় বসবাস করা মানুষদের পাশে কম্বল বিতরণ করেছি ইনশাআল্লাহ আমাদের এই মানবিক কর্ম কান্ড সবসময় অব্যাহত থাকবে আর আশা করছি, সমাজের বৃত্তবানরা আমাদের সমাজের অসহায়,অসচ্ছল মানুষদের পাশে দাঁড়াবে এবং গ্রুপের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ۔আর আমাদের এমন মহৎ কাজে ভবিষ্যতেও পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।