মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি: আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভ‚মি কমিশন গঠনের দাবী এবং সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের উপর জুলুম, হয়রানি ও জমি জবর দখলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
বুধবার (১৮ মে) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়।
এ সময় বক্তব্য রাখেন আদিবাসী ও উরাঁও সংগঠনের উপদেষ্টা সুবাস কুজুর, সভাপতি ডমিনিক তিগ্যা, আদিবাসী নেত্রী যোসপিনা এক্কা, উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, এটিএম সামসুজ্জোহা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী পরিষদের নেতারা।
ঠাকুরগাঁও আদিবাসী ও উরাঁও সংগঠনের উপদেষ্টা সুবাস কুজুর বলেন ভ‚মিদস্যূ যুবগীগ নেতা দেবাশীষ দত্ত সমির ও সাবেক কমিশনার বাবুল হোসেন আদিবাসীদের জমি দখলের পায়তারা চালাচ্ছে। উপদেষ্টা এটিএম সামসুজ্জোহা বলেন এই সরকার ক্ষমতায় যাওয়ার আগে আদিবাসীকে প্রতিশ্রæতি দিয়েছিল বাংলাদেশ আওয়ামীলীগ যখন সরকার গঠন করবে, তখন এদেশের আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান করবে কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।
এ্যাড. ইমরান হোসেন চৌধুরী বলেন আওয়ামীলীগ সরকার আদিবাসীদের জন্য পৃথক ভ‚মি কমিশন গঠন করবে এবং তাদের হারানো জমি ফেরৎ দেওয়ার কথা বলেছিল। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন আদিবাসীদের উপর সকল প্রকার জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এবং ঠাকুরগাঁওয়ে ৪টি আদিবাসী স্কুলের শিক্ষকদের বেতন বন্ধ রাখা হয়েছে, যা অবিলম্বে প্রদানের আহবান জানান তিনি।