বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

পিরোজপুরের  নাজিরপুরে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

পিরোজপুরের  নাজিরপুরে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

 গাজী এনামুল হক (লিটন)
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
 পিরোজপুরের নাজিরপুরে উপজেলা পূজা উদযাপন  পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ মে)  উপজেলার শ্রীরামকাঠী প্রনব মঠ মানব কল্যান সংঘের হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহŸায়ক মাস্টার রমেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব তুহিন হালদার তিমিরের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রবীন্দ্র নাথ বসু। এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দোলা গুহ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস,  শ্রীরামাকাঠী উত্তম নগর মঠের প্রতিষ্ঠাতা কুমার আচার্য্য,  গৌর কুমার রায় চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিভেষনে ওই দিন বিকালে সংগঠনের  উপজেলার ৯টি  ইউনিয়নের সভাপতি-সম্পাদক সহ কাউন্সিলরদের  ভোটে চঞ্চল কান্তি বিশ্বাসকে সভাপতি, তুহিন হালদার তিমিরকে সাধারন সম্পাদক ও সঞ্জয় দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD