শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

আওয়ামীলীগের উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা লুটপাট, চুরি এবং সেটাকে পাচার করা–ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল।

আওয়ামীলীগের উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা লুটপাট, চুরি এবং সেটাকে পাচার করা–ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের উন্নয়নটা কার জন্য? উন্নয়নটা মানুষের জন্য হচ্ছে কি ? যারা এই উন্নয়ন কর্মকান্ডের প্লানিং করছেন, পরিকল্পনা দিচ্ছেন আওয়ামীলীগের উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা লুটপাট করা, চুরি করা এবং সেটাকে পাচার করা। উন্নয়ন বলতে তারা এই সমস্ত মেঘা প্রকল্পকে বুঝায়।
মঙ্গলবার (১৪ জুন) বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের শতকরা যে ৪২ ভাগ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করে, এই বিয়াল্লিশ ভাগ মানুষ দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারে না। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে মানুষ যে দুবেলা ঠিকভাবে ভালো মন্দ খাবে অথবা বাচ্চাদের জন্য প্রোট্রিন যোগাড় করবে, সেটা করতে পারে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন পদ্মা সেতুর ভিজিবিলিটি রিপোর্ট বেগম খালেদা জিয়ার আমলে শুরু হয়। ১৯৯৪, ৯৫ তে। আসল বিষয় সেটা না, এটা কোন ইস্যূ না, আমাদের যে মুল্য বক্তব্য হচ্ছে পদ্মা সেতুর ব্যায় ধরা হয়েছিল ৮-১০ হাজার কোটি টাকা। সেখানে ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই টাকা দিয়ে তিনটি পদ্মা সেতু করা যেত। এই ৩০ হাজার কোটি টাকা কোথায় কিভাবে ব্যায় হয়েছে।
কুমিল্লার নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা প্রমাণ করে এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তাই এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন এ বিএনপি অংশ নেবে না।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে আটক রাখার মূল কারণ তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। এজন্যই পরিকল্পিতভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, দুদককে নিয়ন্ত্রণ করে খালেদা জিয়াকে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে।
দেশে সা¤প্রতিক কয়েকটি অগ্নিকন্ড নিয়ে ওবায়দুল কাদেরের”সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে অন্তর্ঘাতকতা হতে পারে” মন্তব্য প্রশ্নে ফখরুল বলেন, এটা তাকেই ব্যাখ্যা দিতে হবে। তারা ক্ষমতায় থাকতে কারা অন্তর্ঘাতকতা করছে।
জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দফতর সম্পাদক মামুন উর রশীদ, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD