শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

মানিকগঞ্জে চারতলা স্কুলভবন নিমিষেই পদ্মায় বিলীন!

মানিকগঞ্জে চারতলা স্কুলভবন নিমিষেই পদ্মায় বিলীন!

শিকদার শামীম আলমামুন
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের প্রমত্ত পদ্মা বিধোত হরিরামপুরের চরাঞ্চলে এমপিওভুক্ত একমাত্র আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনটি মঙ্গলবার দুপুরে বিলীন হয়ে গেছে। হরিরামপুর উপজেলার চরাঞ্চলের  তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয় আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, যেখানে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে বলে জানিয়েছে বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলীপ রায়। জানা গেছে গত দেড়বছর আগথেকে এই বিদ্যালয়ের বিলীন হওয়া ভবনটির তিন ও চারতলার কাজ অসম্পূর্ণ থাকলেও চারতলা পর্যন্ত ছাদ তুলা ছিল।
মাত্র এক সপ্তাহ আগে স্কুলের কাছাকাছি হাতিঘাটা এলাকায় পদ্মা ভাঙনে পূর্বপাড়ার আশ্রয় প্রকল্পের ১০ টি ঘরসহ পাঁচটি বাড়িও পদ্মায় বিলীন হয়ে গেছে।
আজিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন  জানান, আজিমনগর হাইস্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে, এমতাবস্থায় হাটিঘাটা এলাকায় ক্লাস নেয়া হবে, পরে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে গড়ে তোলা হবে।
সম্প্রতি দেশের নদনদী গুলোতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে মানিকগঞ্জ জেলার পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ও কালীগঙ্গা  চরাঞ্চলে ব্যাপক ভাঙ্গনের ফলে মানুষ চরম দিশেহারা হয়ে পরেছে।

মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, স্কুলটি ঝুঁকিতে থাকায় আমরা দেড় বছর আগেই ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দিয়েছিলাম। সেই অনুযায়ী কাজ বন্ধও ছিলো।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন।

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD