সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
রিফাত হোসেন(মেশকাত) আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভিকনি গ্রামের ইমরান হোসেন ক’বছর আগে শখের বসে নিজ বাড়ির ছাদে একটা কমলার গাছ রোপন করেছিলিন। গাছটিতে একটা কমলা ধরে। কমলাটি পেকে গাছের নীচে পড়ে থাকলে কমলাটি কুড়িয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করেন, কেউ কমলাটি ফেলেছে কি না? কেউ না ফেললে বুঝতে পারেন গাছটি থেকে পড়েছে। কমলাটা খেয়ে খুব ভালো লাগায় মনে মনে চিন্তা করেন এই গাছ থেকে চারা তৈরি করে নিজে একটা বাগান করবেন। এই উদ্দেশ্যে ঢাকায় অবস্থিত ডিসি নার্সারিতে যোগাযোগ করে তিনি কমলা গাছটি দিয়ে দেন।
পরের বছরের ডিসি নার্সারি ইমরানকে ৫০ টা কমলার চারা উপহার হিসাবে দিলে নিজ ছমিতে তিনি চারা রোপন করেন। এভাবেই শুরু হয় কমলা চাষ।
কমলার চারা নিয়ে এসে তিনি প্রথমে ১৫ শতাংশ জমিতে এই ৫০ টি চারা রোপন করেন। পরবর্তীতে এখন থেকে চারা তৈরি করে আরো ৮০ টি চারা পাশাপাশি জমি লীজ নিয়ে আরও ১৫ শতাংশ জমিতে রোপন করেন।
ইমরান বলেন আমি এবং আমার স্ত্রী সুমি আক্তার এই কমলার বাগানের যত্ন করে থাকি। ২০১৮ সালে প্রথম আমি কমলার চারা রোপণ করি এখন পর্যন্ত এই জমিতে ১৩০ টি গাছের পিছনে আমার এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয় হয়েছে।
বর্তমানে আমার ১৩০টা গাছে কমলা ধরেছে। আমি আশা করছি এখান থেকে কমপক্ষে ৩০ মন কমলা বিক্রি হবে। আমি ১৫০ টাকা কেজি দরে এই সুস্বাদু মিষ্টি কমলা বিক্রি করছি। বাজারে প্রচুর চাহিদা থাকায় প্রতিদিন অনেক লোক আসছে আমার এই কমলা বাগান দেখতে। আমি আশা করছি এ বছরই আমার সমস্ত খরচ মিটিয়ে কমপক্ষে এক লাখ টাকা আয় হবে।