সুমন হোসাইনঃ বেনাপোল থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স পরিবহনে তল্লাশি করে ৯ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ সহ স্বপন কুমার খান (৭০) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার দুপরে যশোর হাইকোট মোড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী সুপার ডিলাক্স পরিবহন থেকে তাকে ৯ বোতল ভারতীয় বিভিন ব্রান্ডের মদসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত পাসপোর্ট যাত্রী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা গ্রামের বাসিন্দা তার পাসপোর্ট নাম্বার (জেড-৬৭৯১০০৫)
যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টার ডিলাক্স পরিবহনে বিপুল পরিমাণের বিদেশি মদ নিয়ে এক ভারতীয় পাসপোর্ট যাত্রী ঢাকায় যাচ্ছে। পরে বাস থামিয়ে সন্দেহভাজন ঐ ভারতীয় যাত্রীর স্কুলব্যাগ তল্লাশী করে ৯ টি বিভিন্ন ব্রান্ডের মদের বোতল পাওয়া যায়। আটককৃত মদের আনুমানিক মূল্য ৩৬০০০/- টাকা। এসময় অবৈধভাবে মাদক বহনের অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
আটকেরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন জানায়, দীর্ঘ বছর যাবৎ সে বাংলাদেশী বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং বেনাপোল বাজারস্থ হোটেল রজনীগন্ধার একটি রুম নিয়ে খুলনা কোলকাতাগামী ট্রেন সহ দৌলতপুর,পুটখালী,সাদীপুর ও গাতীপাড়া তেরো ঘাট সীমান্ত সহ বিভিন্ন পন্থায় লোক মারফাত মদ গোপনে হোটেলরুমে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বেনাপোল হোটেল রজনীগন্ধার ম্যানেজার শাহিনের নিকট জানতে চাইলে সে জানাই স্বপন কুমার গত ২৭ তারিখে ১৬ নং রুমে উঠেছে। শাহিন আরও জানাই গত ৫ বছর ধরে এই ভারতীয় পাসপোর্টযাত্রী এই হোটেলে থাকেন। কিন্তু তিনি কি করেন আমার জানা নেই।