সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
সুমন হোসাইন: যশোরের ভারত সীমান্তবর্তী বেনাপোলে অনলাইনে আকর্ষণীয় প্রলোভন বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের পন্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এনামুল খান (৩৭) ও আরিফুল ইসলাম সাগর (২৪) নামে দুই প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। শুক্রবার (১৪ জুন) দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী চেকপোষ্টে এমপি মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোনসেট ও একাধিক সিম উদ্ধার করা হয়। আটক এনামুল বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামের বাসিন্দা এবং নড়াইল কালিয়া থানার মনিরুলের ছেলে ও আরিফুল ইসলাম (সাগর) সাদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, প্রতারকচক্রটি দীর্ঘদিন যাবত বিভিন্ন ফেসবুক পেইজ থেকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কম দামে ভারতীয় মোটর সাইকেল,ক্যামেরা,মোবাইল, ল্যাপটপ বিক্রির ভুয়া তথ্য প্রদান করে সাধারণ মানুষের নিকট হতে দীর্ঘদিন যাবৎ অর্থ উপার্জন করে আসছিল। এ সংক্রান্ত বেনাপোল পোর্ট থানায় একাধিক লিখিত অভিযোগ রয়েছে। আটকৃত ব্যক্তিদের মোবাইল ফোনে অনলাইনে প্রতারণার একাধিক প্রমাণ মিলেছে। দেখা যায়, অনলাইনে আকর্ষণীয় ছবি ও বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে উঠতি বয়সী যুবকরা চক্রটির কাছে অগ্রিম টাকার বিনিময়ে পণ্যের অর্ডার দিতো। আর এ সময় অর্ডার নিশ্চিত করার জন্য বিকাশ/নগত/রকেটে অগ্রিম টাকা নিয়েই গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতো চক্রটি।
আটকের বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত এলাকায় একটি অনলাইনচক্র প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। আমরা অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।