রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
সহযোগিতা ও পরিচালনায়: যুব শান্তি সংঘ ক্লাব
চ্যাম্পিয়ন: ২৫,০০০ টাকা (সাথে আকর্ষণীয় ট্রফি)
রানার্স আপ: ১৫,০০০ টাকা (সাথে আকর্ষণীয় ট্রফি)
বিশেষ আকর্ষণ:
খেলার হাফটাইমে কমিটির পক্ষ থেকে খেলোয়ারদের খাবারের ব্যবস্থা থাকবে এবং প্রতিটি ম্যাচে সেরা দর্শককে পুরস্কৃত করা হবে।
নিয়মাবলী
প্রত্যেক টিমে ৭ জন করে খেলোয়ার ও ৩ জন অতিরিক্ত খেলোয়ার অংশগ্রহণ করতে পারবে।
খেলাটি মিনিবার পোস্টের দ্বারা অনুষ্ঠিত হবে।
খেলায় রেফারি ও কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
প্রত্যেক দলকে নিজস্ব দলীয় জার্সি পরিধান করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ ক্রীড়া সংস্থার অভিজ্ঞ রেফারি দ্বারা খেলাটি পরিচালনা করা হবে।
খেলাটি সকল টিমের প্রতিনিধির উপস্থিতিতে লটারির মাধ্যমে ফিকচার তৈরি করা হবে।
প্লেয়ার চেঞ্জীয় ফি ৩০০ টাকা।
এক প্লেয়ার একাধিক টিমে খেলতে পারবেন না।
পুরস্কার
প্রত্যেক খেলায় ম্যান অব দ্যা ম্যাচ দেওয়া হবে।
টুর্ণামেন্টে সর্বোচ্চ গোলদাতাকে পুরষ্কৃত করা হবে।
টুর্ণামেন্টের সেরা খেলোয়ারকে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট পুরস্কার দেওয়া হবে।
সুশৃঙ্খল দলকে পুরস্কৃত করা হবে।
এন্ট্রি ফি জমাদানের শেষ তারিখ: ৩ জুলাই, ২০২৪। যোগাযোগ: শুভ (০১৭৫৭-১৪৮৯৬১), জায়েদ (০১৭২১-০২০৩০৪)
খেলার স্থান: নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন।
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”