বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
সুমন হোসাইন: দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারকদের নিয়ে গঠিত বৃহৎ ব্যবসায়িক সংগঠন “বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এন্ড এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের” পূর্নাঙ্গ কমিটি আত্মপ্রকাশ হয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যায় বেনাপোল বাজারস্থ অভিজাত হোটেল সানরুফের কনফারেন্স রুমে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে নব গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সকলের সম্মতিতে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স এম এম এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী আলি হোসেন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স রাহাত ট্রেডার্সের স্বত্তাধীকারী জিয়াউর রহমান (জিয়া)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি উজ্জল বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন লিপু,সাংগঠনিক সম্পাদক মোঃ এইচ এম আবুল বাশার,অর্থ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মোঃ বাবুল হোসেন। এছাড়াও সদস্য হিসাবে রয়েছেন মোঃ আনিছুর রহমান,মোঃ আব্দুল্লা আল মামুন,মোঃ শাহিনুর রহমান (রুবেল),মোঃ সাইফুল আলম মুকুল,মোঃ বিল্লাল হোসেন, মোঃ রবিউল ইসলাম,মোঃ সোনাই শেখ ও মোঃ মিলন হোসেন।
বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এন্ড এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, বেনাপোল স্থলবন্দর এলাকায় ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এন্ড এক্সপোটার্স এ্যাসোসিয়েনের নবগঠিত এই পরিষদ ব্যবসায়িকদের স্বার্থ সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে। তাছাড়া আমদানি ও রপ্তানি যে কোন সমস্যায় আমরা ব্যবসায়ীদের পাশে থেকে সমস্যা সমাধান করবো।