সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

সুমন হোসাইন:
বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ট্রাকে যৌথ অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে কাস্টমস ও বিজিবি। এসময় ভারতীয় ট্রাকচালক রফিকুল মন্ডল (২৪) কে আটক করা হয় । সে বনগাঁ মহকুমার পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে।

সোমবার (১ জুলাই) রাতে বেনাপোল স্থলবন্দরের ৩০নং শেডে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ভারতীয় ট্রাক (ডাবøুবি-২৫-ই-২৩৭২) আমদানিকৃত কাঁচেরগুড়া পণ্যর মধ্যে লুকায়িত ভাবে বাংলাদেশে প্রবেশ করে।

কাস্টমস ও বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের ৩০ নম্বর শেডের সামনে থেকে ডাব্লবি-২৫-ই-২৩৭২ ভারতীয় একটি ট্রাক তল্লাশী করা হয়। এসময় ট্রাক চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে আনা কসটেপে প্যাচানো ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা। বাংলাদেশে পন্যর আমদানি কারক প্রতিষ্ঠান ঢাকার দি বেঙ্গল গ্লাস লিমিটেড। পণ্যর নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের পদ্মা ট্রেডিং কর্পোরেশন বলে জানা গেছে।

আটকের বিষয়ে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, ভারত হতে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকে কাস্টমস এবং বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিল ও ট্রাকচালকের বিরুদ্ধে কাস্টমস বাদি মামলা প্রদান করবে। ফেন্সিডিলের বিষয়ে ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD