শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু

সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু

নুর হোসেন লিটন: নোয়াখালী জেলা প্রতিনিধি

 

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে বেগমগঞ্জ- সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

 

নিহত মো. ইয়াছিন (১৭) ও বিউটি আক্তার (২৪) উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের প্রয়াত বশির উল্যার সন্তান।

 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সকালে অন্তঃসত্ত্বা বিউটি আক্তার তার ছোট ভাই ইয়াছিনকে নিয়ে সোনাইমুড়ী বাজারে চিকিৎসকের কাছে যান। সেখান থেকে দুপুর ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ভাই-বোন বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথে বেগমগঞ্জ-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ কাছে অটোরিকশাটিকে পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি কাভার্ভভ্যান চাপা দেয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন ভাই ও বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

ওসি রুহুল আমিন আর ও জানান, ঘটনার পরপরই ঘাতক চালকরা পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যান ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD