বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
সুমন হোসাইন:
বেনাপোল পৌরসভার ৯নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী একমাত্র খেলার মাঠ ফিরে পাবার দাবিতে বড়আঁচড়ার গ্রাম বাসির উদ্যেগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কমসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসি ও শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের আন্তর্জাতিক বাস টার্মিনালের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বড়আঁচড়া গ্রামের স্কুল/কলেজ/মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী পৃথক পৃথক মিছিল নিয়ে আন্তর্জাতিক বাস টার্মিনালের সামনে জড়ো হন। এ সময় তাঁরা ‘আমাদের মাঠ ফিরিয়ে দাও, আমি মাদক চাই না আমি খেলতে চাই,মাদকমুক্ত সমাজ চাই, আমাদের মাঠ আমাদের অধিকার, খেলার জায়গা না পেলে মাদকের সাথে যাব মিশে, আমাদের খেলার মাঠ দাও আমরা একটা সুন্দর সমাজ দেব,প্রতিভা বিকাশে মাঠ চাই’ লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। আগামী প্রজন্মের অধিকার ৫৩ বছরের এই খেলার মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন লেখা সংবলিত ব্যানার নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের নোম্যান্সল্যান্ড থেকে শুরু করে বড়আঁচড়া প্রাইমারি স্কুল পর্যন্ত লম্বা লাইনে এই মানববন্ধন করে।
মানববন্ধনে বড়আঁচড়া গ্রামের প্রবীণ ক্রিড়া সংগঠক আব্দুস সাত্তার জানান, বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের প্রাইমারি স্কুলের একমাত্র ফুটবল মাঠ স্থলবন্দরের কাজে ব্যবহারের জন্য সরকার কর্তৃক ১২ বিঘা জমি অধিগ্রহন করে। এর পরে এই গ্রামে আর কোন খেলার মাঠ না থাকায় বর্তমানে উঠতি বয়সি ছেলেরা খেলাধুলা থেকে বঞ্চিত হয়েছে। খেলার মাঠ হারিয়ে তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছে। তাই গ্রামবাসি সহ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা উপজেলা কর্মকর্তা সহ জেলা প্রশাসকের নিকট খেলার মাঠ ফিরে পাবার জোর দাবি জানাই।
বেনাপোল পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা আছে, খাস খতিয়ান রেকর্ডভুক্ত জনগণের ব্যবহার্য রাস্তাঘাট, নদী, খাল, নালা, পয়োপ্রণালি, পুকুর, বাঁধ, কবরস্থান, শ্মশান, পার্ক, খেলার মাঠ অধিগ্রহনের আওতায় আসবে না। কিন্তু এরপরও আমার ওয়ার্ডের একমাত্র খেলার মাঠটি অধিগ্রহন করে স্থলবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক বাস টার্মিনাল নির্মান করেছে। এলাকাবাসী জানিয়েছেন মাঠের জায়গায় তাঁদের স্থাপনা অপসারন অথবা অন্য কোথাও আমাদের খেলার মাঠ ফিরিয়ে দিতে হবে। আমি বড়আঁচড়া ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে ইউএনও ও জেলা প্রশাসকের নিকট শিঘ্রয় খেলার মাঠ ফিরে পাবার জন্য স্মারকলিপি প্রদান করবো।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী কলেজ পড়ুয়া আসিফ বলে,আমাদের গ্রামে কোনো খেলার মাঠ না থাকায় আমরা খেলাধুলা করতে পারিনা। বাপ চাচাদের নিকট শুনেছি এই মাঠেই বড়আঁচড়া প্রাইমারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। বিভিন্ন সময় বড় বড় ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতো। আমারা বর্তমান সময়ে মাঠ না থাকার কারনে খেলাধুলা করতে পারছিনা। তাই সরকারের কাছে দাবি জানাই, আমাদের এই মাঠটি ফিরিয়ে দেওয়া হোক।
বড়আঁচড়া গ্রামের সাবেক ফুটবলার আশাদুজ্জামান আশা জানান, বেনাপোল সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের ঐতিহ্যবাহী এই ফুটবল মাঠটি আমাদের গর্বের ছিলো। কিন্তু বন্দর কর্তৃপক্ষ মাঠের জায়গা অধিগ্রহন করে সেখানে বাস টার্মিনাল নির্মান করেছেন। অধিগ্রহনের সময় গ্রামবাসির দাবির পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলো নতুন একটি খেলার মাঠ তৈরি করে দেবেন। কিন্তু দীর্ঘ ১৩ বছর পার হলেও এখন পর্যন্ত কোন মাঠ দেয়নি। আমি এলাবাসির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেশার হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। তাই সরকারের উচ্চ মহলের নিকট দ্রুত একটি খেলার মাঠ প্রদান করতে অনুরোধ করছি।