মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
সুমন হোসাইনঃ
দেশের সর্ববৃহৎ বন্দর নগরী বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ১০৪ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় যশোর বেনাপোল-কলকাতা মহাসড়কের বেনাপোল বাজার টিএম বিল্ডিং এর ২য় তলায় ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন যাত্রা শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বেনাপোল শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বেনাপোল পৌরসভার মেয়র মোঃ নাসির উদ্দীন,অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জিহাদ। আরও বক্তব্য দেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান। বেনাপোল শাখা ব্যবস্থাপক এস এম আব্দুস সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদেরকে ফুলদিয়ে বরন করে নেন। উপস্থিত গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বেনাপোল প্রতিনিধি বকুল মাহবুব।এসময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা,খুলনা,যশোর,নড়াইল,ঝিনাইদহ,সাতক্ষীরা কার্যালয়ের শাখা ব্যবস্থাপকগণ,গ্রাহক,স্থানীয় ব্যবসায়ী,শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত প্রধান অতিথির বক্তব্য বলেন, আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্রাহকদের সর্বত্তম দ্রুত সেবা প্রদানে এগিয়ে থাকবে। বন্দর নগরী বেনাপোলে অত্যাধুনিক প্রযুক্তি ও বিশস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি অত্যন্ত দ্রুততার সাথে গ্রহকের সেবা দিবে। আমাদের এ নিয়ে ১০৪টি শাখা ও ১৩৫টি উপশাখা রয়েছে। আপনি যে কোন ব্রাঞ্চ থেকে একাউন্ট করে দেশের যে কোন প্রান্ত থেকে সেবা নিতে পারবেন। আমরা ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌছায় দিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ১০৪তম শাখার আজ শুভ উদ্বোধন করলাম। ৪র্থ প্রযন্মের গ্লোবাল ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে বেনাপোল বাসিকে সর্বাত্মক পাশে পাব বলে আশা করছি।