রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ধর্ষণ মামলা করে বিপাকে নারী, পরিবারকে এলাকা ছাড়ার হুমকি

ধর্ষণ মামলা করে বিপাকে নারী, পরিবারকে এলাকা ছাড়ার হুমকি

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিবন্ধী মুকুল মিয়ার ১৯বছর বয়সী একমাত্র কন্যাকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের করে বিপাকে পড়েছে পরিবারটি। উল্টো মামলা তুলে নিতে এখন এলাকা ছাড়ারও হুমকি দিচ্ছে আসামীর পরিবার। আজ সকালে শহরের হর্কাস মার্কেটে সংবাদ সম্মেলনে এমন কথা জানান ভুক্তভোগী পরিবারটি।

মামলা সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া গ্রামের প্রতিবন্ধী মুকুল মিয়ার কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী চন্ডিপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ পাভেল মিয়া ধর্ষণ করে।

পরে বিষয়টি জানাজানি হলে পাভেলের পরিবার বিবাহ দিবে মর্মে বেশ কিছুদিন কালক্ষেপণ করতে থাকে। নিরুপায় হয়ে ভূক্তভোগী পরিবারটি আদালতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/০৩) এর ৭/৯(১) মামলা দায়ের করে। যার নম্বর (৩৪/২৪) সুন্দরগঞ্জ, গাইবান্ধা। বর্তমানে মামলাটি পিবিআই গাইবান্ধা পুলিশ তদন্ত করছে।

এদিকে মামলার পর থেকেই আসামীপক্ষ ভূক্তভোগী পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য ভয়-ভীতি ও হত্যার হুমকী দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে ভূক্তভোগীর প্রতিবন্ধী বাবা আরো বলেন, আমার মেয়ে বর্তমানে ০৩ মাসের গর্ভবতী। মেয়ের বিচারের আশায় আইনের আশ্রয় নিয়ে এখন বিপদে পড়েছি। তাই দ্রুত আসামীর গ্রেফতারসহ দায়ী ব্যক্তির বিচার দাবী করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভূক্তভোগীর মা মোছাঃ রুজিনা বেগম , ভাই উজ্জল মিয়া, মিলন মিয়াসহ অনেকে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD