রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
সুমন হোসাইন:
বেনাপোল পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বেনাপোল পৌরসভার হলরুমে মেয়র মোঃ নাসির উদ্দিন ১৪০ কোটি ১ লাখ ৭৮ হাজার ১১১ টাকার বাজেট ঘোষণা করেন।
পৌর মেয়র নাসির উদ্দিন সভাপতিত্বে ঘোষিত ২০২৪-২৫ অর্থ বছরের মূল বাজেট ধরা হয়েছে ১৪০ কোটি ১ লাখ ৭৮ হাজার ১১১ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ৬৭ লাখ ১০ হাজার ৩৫৫ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ৭৫৫ টাকা। এছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৭৫৫ টাকা ও রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টাকা।
উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫-যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টমসের উপ-কমিশনার মির্জা রাফেজা সুলতানা,শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী,উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা খাতুন, এ এস পি নাভারণ সার্কেল নিশাত আল নাহিয়ান,বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম।
এসময় বক্তব্য রাখেন শিক্ষক মোঃ নওশের আলী,সাংবাদিক আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি,বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান,বেনাপোল পৌর নাগরিক কমিটির সভাপতি মোস্তাক হোসেন স্বপন,সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু,পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল,ডাঃ শাহাজালাল খাঁন মনটু,বীর মুক্তিযোদ্ধা শাহআলম,আলী কদর সাগর প্রমূখ। বাজেট অনুষ্ঠানে এসময় বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর,কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিকবৃন্দ,সুধীজন,শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঘোষণাকৃত বাজেট বিষয়ে সকলে সুচিন্তিত মতামত প্রকাশ করেন। পৌরমেয়র সকলের সুচিন্তিত মতামত গুরুত্বের সাথে শুনে আগামীর উন্নয়ন কর্মকান্ড সমূহ বাস্তবায়নে ইতিবাচক প্রতিফলন ঘটানোর প্রতিশ্রুতি প্রদান করেন।
সারাদেশে ৩২৯টি পৌরসভার মধ্যে নান্দনিক স্মার্ট বেনাপোল পৌরসভা গড়ার অঙ্গিকারের লক্ষ্যে এবারের বাজেটে শহরের জলাবদ্ধতা নিরসন,সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাত, ড্রেন,বৈদ্যুতিক বাতি,ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ,মশা নিধন, শিক্ষা,স্যানিটেশন,বিশুদ্ধ পানি সরবরাহ, এবং বেনাপোল বাসির দীর্ঘ দিনের চাওয়া ৫০ শতক জমির উপর হাসপাতাল,বহুতল বিশিষ্ট ‘নগর সেবা ভবন’ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ধরা হয়েছে।