বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বেনাপোলে হাসিনার পদত্যাগের খবরে আনন্দ মিছিল

বেনাপোলে হাসিনার পদত্যাগের খবরে আনন্দ মিছিল

সুমন হোসাইন:
দেশের বৃহৎতম স্থলবন্দর বেনাপোলে শেখ হাসিনার পদত্যাগ করার খবরে স্থানীয় জনতা আনন্দ মিছিল ও মিষ্টি বিতারণ করেছে। যশোর কলিকাতা মহাসড়কে হাজার হাজার জনতা আনন্দ মিছিলে উল্লাস সহ মিষ্টি মুখ করতে দেখা যায়।

সোমবার (৫ আগস্ট) বেলা তিন টায় এ আনন্দ মিছিল বের করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রুপরেখায় ফলশ্রুতিতে নতুন এক বাংলাদেশের সূর্ষ উদিত হলো। বেলা তিনটায় প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন খবর পেয়ে বেনাপোল পৌর এলাকার ছাত্র,জনতা ও বিএনপির অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে। মিছিলটি বেনাপোল বাজার হয়ে কাস্টম হাউস পর্যন্ত প্রদক্ষিণ করার সময় সাধারণ জনতা স্বতঃস্ফ‚র্ত হাসিমুখে মিছিলে অংশ নেয় এবং উল্লাস করে। মিছিলটি এ রিপোর্ট লেখা পর্যন্ত চলমান রয়েছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD