বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
সুমন হোসাইনঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণ ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় বন্দর নগরী বেনাপোলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় বেনাপোল পৌরসভার বিয়ে বাড়ি অডিটোরিয়ামে বেনাপোল এলাকার ১৫টি স্কুল,মাদ্রাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেনাপোলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদ,মীর মুগ্ধসহ সকল শহীদদের স্মরণে এবং আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় শিক্ষক ও শিক্ষার্থীরা এক মিনিটের নিরবতা পালন সহ দোয়া করা হয়।
যশোর ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেনাপোল মহিলা সিনিয়র মাদ্রাসার শিক্ষক ইউসুফ আলী,বেনাপোল ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম,বেনাপোল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান কবির,সানরাইজ পাবলিক স্কুলের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ও ইনামুল হক, নবদিগন্ত প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আবু তালহা, তালশারী স্কুলের শিক্ষক সফিউর রহমান,বেনাপোল মরিয়াম মেমোরিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষক ইনাতজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র মুশফিকুর রহমান সাকিব।
অনুষ্ঠানে বেনাপোলের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক,বিজিবি কর্মকর্তারা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে না,ঘুষ,দুর্নীতি,জবর দখল,মারামারি কাটাকাটি ও হানাহানি থাকবে না। এছাড়াও সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন,বেনাপোল সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ আরিফ বিল্লাহ।