রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
পদোন্নতি পেলেন বিসিএস ১৫ তম ব্যাচের ৪ কর্মকর্তা দুূর্নীতির প্রতিকার চাওয়ায় সাংবাদিক সুমনের নামে পাল্টা মামলা বেনাপোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাগাতিপাড়ায় কৃষক হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা  নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড।  বেনাপোলে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা মফিজ আটক বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক বেনাপোলে কলেজ ছাত্র গুমের ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা নাভারনে ইয়ামাহা শোরুমের মালিক মাসুদের বিরুদ্ধে মানব পাচার এর অভিযোগ

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা ২ ট্রাক ভারতীয় ফেব্রিক্স আটক

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা ২ ট্রাক ভারতীয় ফেব্রিক্স আটক

সুমন হোসাইন:
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় ভারত থেকে ১২শত ড্রাম ব্লিচিং পাউডার আমদানিকৃত পণ্য মিথ্যা ঘোষণা দিয়ে ফেব্রিক্স ছাড়করণ প্রাক্কালে একটি বড় চালান আটক করেছেন বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দা সদস্যরা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ভারতীয় ১০চাকার দুটি ট্রাক যোগে আসা (ডাব্ল বি- ৬০৪৭ ও এন এল ০২-১৫২১) এই ফেব্রিক্স পণ্য চালানটি বন্দরের ৩৫ নং শেডের সামনে পাকা রাস্তার উপর ভারতীয় ট্রাক হতে বাংলা ট্রাকে আনলোড করার সময় আটক করা হয়। এসময় বাংলাদেশী ঢাকা মেট্রো উ-১১-২৮২৫ নাম্বারের একটি কাভার্ড ভ্যান ট্রাক ও জব্দ করা হয়েছে।

খবর লেখাকালীন সময়ে জব্দকৃত ভারতীয় ট্রাক দুটি বেনাপোল কাস্টমস হাউসের অভ্যান্তরে রাখা হয়েছে এবং বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে বন্দরের লেবার দিয়ে সম্পূর্ন পণ্যের ওজন নির্ধারনের কাজ চলছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) বেনাপোল অফিসের দায়িত্বরতরা জানান,মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ভারতীয় ২ ট্রাক পণ্য সকল কগজপত্র প্রক্রিয়াধীন শেষ করে খালাস নেওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষের নিকট আটকের সত্যতা নিশ্চিত করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিতে বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য ব্লিচিং পাউডার চালানে মাদক,বিষ্ফোরক ও ফেব্রিক্স রয়েছে। বিষয়টি তারা তাৎক্ষনিক বেনাপোল কাস্টমস কমিশনার ও শুল্কগেয়োন্দা সংস্থাকে অবহিত করলে পণ্য চালানটি কাস্টমস কর্তৃপক্ষ আটকিয়ে কাস্টমস হাউসে নেয়।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে,খুলনার আমদানিকারক প্রতিষ্ঠান জামাল বানিজ্য ভান্ডার ভারত হতে ১২শত ব্যারেল ব্লিচিং পাউডার পণ্য আমদানির ঘোষণা দেন এবং পণ্যচালানগুলো খালাসের দায়িত্বে ছিলেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স চৈতী এন্টারপ্রাইজ। মিথ্যা ঘোষণায় পণ্য আনার দ্বায়ে এনএসআই এর সংবাদ মারফত কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি আটক করেন। সংবাদের সত্যতা যাচায়ে প্রতিটি ব্যারেল খুললে উপরে পলিথীনে ভরা ৮/৯ কেজি করে বালু আর নিচে ১৩ হতে ১৫ কেজি ওজনের নেট ও ভ্যালভেটের ফেব্রিক্স রয়েছে। মালের পরিপূর্ন গননা ও ওজন নির্ধারন শেষে প্রেস ব্রিফিং করবে বলে সূত্রটি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়,কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন এই সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মইদুল ইসলাম নামে একজন এই ধরনের কাজ করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে বহু অর্থ সম্পত্তির মালিক হয়েছেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD