দুর্ভাগ্য বিরাট কোহলির। চলতি আইপিএলে এখনও জয়ের দেখা পায়নি তার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
চলতি আইপিএলে রোববারের আগে পাঁচ ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি কোহলি-ভিলিয়ার্সদের মতো তারকা সমৃদ্ধ বেঙ্গালুরু।
আজ রোববার পরাজয়ের বৃত্ত ভাঙতে দিল্লি ক্যাপিটালের বিপক্ষে লালের পরিবর্তে সবুজ কালালের জার্সি পড়ে খেলছেন বেঙ্গালুরুর ক্রিকেটাররা। এ নিয়ে ক্রীড়া বিশ্লেষক রোহান ইএসপিএনক্রিকইনফোর কাছে এক প্রতিক্রিয়ায় জানায়, আজকের ম্যাচটি বাঁচা মরার লড়াই। তাই হয়তো অন্য কোনো ফ্লেভার আনতে হঠাৎ জার্সি পরিবর্তন।
বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে যায় বেঙ্গালুরু। কাগিসো রাবাদার গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৯ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু।
দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন কোহলি। এছাড়া ৩১ রান করেন ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটার মঈন আলী। দিল্লির হয়ে ২১ রানে ৪ উইকেট শিকার করেন রাবাদা। এর আগে গত শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েও দলকে জয়ে ফেরাতে পারেননি। ২০৫ রানের পাহাড় গড়েও ব্যাটিং দানব আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে হেরে যান বেঙ্গালুরু।
অধিনায়ক হিসেবে ব্যর্থ হলে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন কোহলি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। এতদিন এই রেকর্ডটি ছিল চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার সুরেশ রায়নার দখলে।