রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
পদোন্নতি পেলেন বিসিএস ১৫ তম ব্যাচের ৪ কর্মকর্তা দুূর্নীতির প্রতিকার চাওয়ায় সাংবাদিক সুমনের নামে পাল্টা মামলা বেনাপোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাগাতিপাড়ায় কৃষক হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা  নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড।  বেনাপোলে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা মফিজ আটক বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক বেনাপোলে কলেজ ছাত্র গুমের ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা নাভারনে ইয়ামাহা শোরুমের মালিক মাসুদের বিরুদ্ধে মানব পাচার এর অভিযোগ

বেনাপোল পৌরসভার টেন্ডার প্রক্রিয়ায় ব্যপক অনিয়মের অভিযোগ

বেনাপোল পৌরসভার টেন্ডার প্রক্রিয়ায় ব্যপক অনিয়মের অভিযোগ

সুমন হোসাইন: বন্দর নগরী বেনাপোল পৌরসভার কোভিড-১৯ প্রকল্পের আওতায় পৌর এলাকার রাস্তা ও ড্রেন নির্মান কাজের টেন্ডার প্রক্রিয়ায় ব্যপক অনিয়মের অভিযোগ মিলেছে। এলাকার অধিকাংশ ঠিকাদার প্রতিষ্ঠান মালিক জানান,দীর্ঘদীন ধরেই পৌর কর্তৃপক্ষ টেন্ডার বানিজ্য করতেই ওপেন টেন্ডার প্রক্রিয়ার পরিবর্তে গোপনে ই-টেন্ডার প্রক্রিয়া বেছে নিয়েছে। এমনকি তাদের পূর্ব নির্ধারীত ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে বড় রকমের দূর্নীতি করে আসছে যা সুষ্ঠ তদন্তে বেরীয়ে আসবে। গত ৩০ জুন গোপন প্রক্রিয়ায় টেন্ডার পাবলিশ করে ৩১জুলায় টেন্ডার ওপেনিং করে শুধু মাত্র হাতে গোনার মাধ্যমে স্বজনপ্রীতি করে অনৈতিক লেনদেনে ঠিকাদার প্রতিষ্টান মনোনীত করা হয়েছে। একাধিক ঠিকাদার প্রতিষ্টানরা ই-টেন্ডার বাতিল করে পূনরায় ওপেন টেন্ডার দেওয়ার দাবী জানিয়েছেন। এমন তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়,যশোরের রেলগেট এলাকার ঠিকাদার মইদুল ইসলাম ও আশরাফুল আলমকে ৯টি কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌরকর্তৃপক্ষ। এহেন সিদ্ধান্তকেই বৈষম্য,স্বজনপ্রীতি ও অনিয়ম হিসাবে দেখছেন অন্যান্য ঠিকাদার প্রতিষ্ঠান গুলো। কাজ পেতে মোটা অর্থ লেনদেন হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে এলাকায়। সংবাদ লেখাকালনী সময়ে ই-টেন্ডার প্রক্রিয়ায় কাজ প্রাপ্তির ঠিকাদার প্রতিষ্ঠান মনোনীত হলেও এখনো ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি প্রতিষ্ঠান গুলোকে।

বেনাপোল পৌর এলাকার অরণ্য কনস্ট্রাকশনের সত্তাধীকারী বাপ্পী জানান,বেনাপোল পৌর সভার গত জুলাই মাসের কাজের দরপত্র আহবানের বিষয়টি অনেক ঠিকাদার প্রতিষ্ঠান জানেন না এবং দরপত্রের চাহিদা অনুযায়ী অরণ্য কনস্ট্রাকশন কোয়ালিফাইড না হওয়ায় তিনি টেন্ডারে অংশ নেননী।

উপজেলার ঠিকাদার সাইদুর রহমান জানান,বেনাপোল পৌর সভার সাম্প্রতিক টেন্ডার বিষয়ে অনেকেই অবগত নন। ই-টেন্ডার প্রক্রিয়াটি অনেকখানি প্রশ্নবিদ্ধ তাই তিনি ওপেন টেন্ডারের দাবি জানান। খোলা টেন্ডার হলে সরকারের কমপক্ষে ২ কোটি টাকা সাশ্রয় হবে।

গত ৫ই আগস্ট সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনায় আসলে এক প্রঙ্গাপনে দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়। এরই ধারা বাহিকতায় বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন অপসারণের মুখে প্রশাসক হিসাবে নিয়োগ পান যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার।

টেন্ডার বিষয়ে বেনাপোল পৌরসভার কাগজপুকুর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী শাহীনুল ইসলাম জানান, টেন্ডার বিষয়ে আমাদেরকে কিছুই জানাইনি। আমরা এই বিষয়ে কিছুই জানিনা। বিগত ১ বছর কাউন্সিলরদের কোন মতামত নেইনি মেয়র।

টেন্ডার বিষয়ে বেনাপোল পৌরসভার দিঘীরপাড় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজিম উদ্দীন গাজী জানান, গত ১ বছরধরে পৌরসভায় এই পর্যন্ত যতগুলো টেন্ডার হয়েছে কোন টেন্ডারে আমাদের মতামত নেননি। তাছাড়া গোপন টেন্ডারে মেয়রের সাথে পৌরসভার ইঞ্জিনিয়ারেরও সখ্যতা রয়েছে। টেন্ডার প্রতি ভ্যালুয়েশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,প্রতিটি কাজে রেট বেশি করা হয়েছে বলেও মন্তব্য করেন।

টেন্ডার প্রক্রিয়ার বিস্তারিত জানতে বেনাপোল পৌরসভার সচিব রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি এ বিষয়ে তেমন কিছু বলতে পারবোনা। পৌরসভার ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে সকল বিষয়ে তথ্য পাবেন।

এ বিষয়ে বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান,ওয়ার্ল্ড ব্যাংকের আওতাধীন প্রকল্পে পৌর এলাকার সাড়ে সাত কোটি টাকা ব্যায়ে আনুমানিক ৩২টি জায়গায় কাজের জন্য বিধি মেনে অনলাইনে দরপত্র আহবান করা হয়েছে। প্রাথমিক ভাবে ঠিকাদার প্রতিষ্ঠান চুড়ান্ত হলেও টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। অনিয়ম অভিযোগ বিষয়ে টেন্ডার প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি মূল্যায়ন করা হবে বলে তিনি আরো জানান।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD