শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
সুমন হোসাইন:
বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের ছোটআঁচড়া ৮নং ওয়ার্ডের সদস্য অহিদুল ইসলাম এর হত্যার প্রতিবাদে এবং দোষিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি স্বেচ্ছসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন এর নেতৃত্বে নূরশপিং থেকে শুরু হয়ে কাস্টম হাউস হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেরুল্লাহ, বিএনপি নেতা ইদ্রিস মালেক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ। মোস্তাফিজুর রহমান বাবু সহ পৌর বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১০ তারিখে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের চাত্রের বিলের একটি মাছের ঘের থেকে অহিদ এর মরা দেহ উদ্ধার হয়। সে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য। অহিদুল চাত্রের বিলে বাবলুর মাছের ঘেরে নাইটগার্ডের চাকুরি করত। তার লাশ উদ্ধারের পর খুনিদের দ্রুত আটকের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।