বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শাহিন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৭ টন শুটকি মাছ আটক বেনাপোলে আল-আমীন ডায়াগনস্টিক ক্লিনিকের শুভ উদ্বোধন  বেনাপোল ইমিগ্রেশনে এনজিও সাদ্দামের প্রকাশ্য সিন্ডিকেট বাণিজ্যে! বেনাপোলে নবীন দলের নেতা মাহাবুরের উপর হামলা বেনাপোল কাস্টমস এনজিও বাবুলের নামে দুদকের চিঠি বেনাপোলে বই বিক্রেতা কর্তৃক অপপ্রচার ছড়ানোর অভিযোগ বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের সদস্য অহিদুল হত্যার বিচারের দাবিতে মিছিল পূজার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটক  কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা 

বেনাপোলে নবীন দলের নেতা মাহাবুরের উপর হামলা

বেনাপোলে নবীন দলের নেতা মাহাবুরের উপর হামলা

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে আধিপত্য বিস্তারের জেরে যশোর জেলা নবীন দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুর রহমান (৪৩) এর উপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। হামলায় মাথায় চোট নিয়ে গুরুতর আহত অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) রাত ৮ ঘটিকায় বেনাপোল পোর্টথানাধীন চেকপোস্ট এলাকায় অবস্থিত শ্যামলী এনআর পরিবহন কাউন্টারের ভেতরে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। হামলার শিকার মাহাবুর ৪নং বাহাদুরপুর ইউনিয়নের ২ নং ঘীবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। নবীনদলের নেতার উপর হামলাকান্ডের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিএনপির অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দ্বারা নিজ দলের নেতা হামলার শিকার হওয়ায় বেনাপোলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে।

হামলার শিকার নবীন দলের নেতা ভ‚ক্তভোগী মাহাবুর বলেন,শ্যামলী কাউন্টারের মধ্যে গতকাল বেনপোল পৌর বিএনপির নেতারা পরিবহন কাউন্টার পরিচালনার বিষয় নিয়ে আলোচনা করছিলো। সে সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। হঠাৎ করে শার্শা উপজেলা ছাত্র দলের আহবায়ক চয়নের নেতৃত্বে বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফ সহ দেশীয় অস্ত্র,লাঠি সোটা নিয়ে সংঙ্ঘবদ্ধ লোকজন পরিবহন কাউন্টারে প্রবেশ করলে সেখানে বিশৃঙ্খলা হয়। সে সময় আমি তাদেরকে থামানোর চেষ্ঠা করলে ওরা আমাকে তুই এত কথা বলছিস কেন বলে বেধড়ক মারপিট শুরু করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নেই। আমি আমার সংগঠনের ও বিএনপির জেলা ও কেন্দ্রীয় নীতি নির্ধারকদের কাছে আমার উপর অন্যায় ভাবে অতর্কিত হামলার বিচার প্রার্থনা করছি। অভিযুক্ত ছাত্রদল নেতাদের সাক্ষাৎ না মেলায় তাদের বক্তব্য নেওয়া যাইনী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে গত ৫ আগস্ট পরবর্তী বেনাপোল সীমান্ত পথে আওয়ামীলীগের নেতৃবৃন্দ পালানোর সহয়তা কাজে পরিবহন ম্যানেজার জনৈক বাবু ও মুকুল নামের ব্যাক্তির নাম ওঠে আসলে তা নিয়ে বেনাপোলের পরিবহন কাউন্টারের ম্যানেজারদের সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আলোচনা চলছিলো। এসময় পরিবহন ম্যানেজার সনির রাখা বক্তব্য নিয়ে ছাত্রদল নেতা চয়ন প্রতিবাদ জানাই। এরই জেরে আলোচনা স্থানে বিশৃঙ্খলা শুরু হয়ে তা মারপিটে রুপ নেয়।

এ বিষয়ে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, বেনাপোল চেকপোষ্ট এলাকায় আ.লীগ নেতা আটক ও পারাপারকে কেন্দ্র করে পরিবহণ শ্রমিকদের মধ্যে একটা দ্বন্ধের সৃষ্টি হয়েছিলো। পোর্টথানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ করে। তারা নিজেরাই বসে ঘটনাটি মিটেয়ে নিয়েছে। থানায় কোন অভিযোগ হয়েছে কি জানতে চাইলে তিনি জানান এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ হয়নি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD