বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
“দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি’র” ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের প্রথম সম্মেলন শনিবার, ১৪ ডিসেম্বর-২০২৪ বিকাল ৩ টায় লাভলীন কনভেনশন হল, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেন, দুর্নীতিবাজদের বিচারে সামারি ট্রায়ালে প্রকাশ্যে চাবুকের আইন করতে হবে।
দুই বছরের মধ্যে তিনবার চাবুকের পর দুর্নীতিবাজের সংশোধন হলে তাকে দায়মুক্তি দেয়া হবে।
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী মানব সৃষ্টির উদ্দেশ্য, দেশপ্রেম ঈমানের অঙ্গ, বাংলাদেশকে গড়তে হলে-সবার আগে নিজকে গড়ো, এই লক্ষ্য সমূহ বাস্তবায়নে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি আত্মনিয়োগ করবে ইনশাআল্লাহ।
এড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, ঢাবির আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মাইমুল আহসান খান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ড. আব্দুল হক তালুকদার, ঢাবির অধ্যাপক ড. মোঃ শামসুদ্দিন, উইং কমান্ডার আমিনুল ইসলাম(অবঃ), লেঃ কর্নেল খন্দকার ফরিদুল আকবর(অবঃ), পারভীন নাসের খান ভাসানী, মোঃ হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, নুরুল হুদা মিলু চৌধুরী,শওকত আলী খান, সেলিনা আক্তার শ্যামলী, আদিনা খান, এ্যানী, এম এম সাদ প্রমুখ।
উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, জিটিসিএলের জিএম প্রকৌশলী নজরুল ইসলাম, মানবাধিকার সংগঠক ড. মোহাম্মদ নিজস্ব উদ্দিন, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন, ফিনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন, টিএনজেড গ্রুপ অব কোম্পানিজের পরিচালক মোঃ সৈয়দ মফিজ উল আলম, থ্রি স্টার হাউজিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, বিএলডিপি’র প্রেসিডিয়াম সদস্য এস. এম. আমানউল্লাহ, এফবিসিসিআইয়ের এস এম সালাউদ্দিন, অধ্যক্ষ মানিক চৌধুরীসহ বিশিষ্টজন।
সম্মেলনে শেষে এড. হুমায়ন কবির ভুঁইয়া’কে আহ্বায়ক দেলোয়ার হোসেন, উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম(অবঃ) বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল, শওকত আলী খান, এস কে ইসলাম, সৈয়দ আব্দুল মুয়ীদ, প্রকৌশলী ড. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম(কানু), আমিরুল ইসলাম, ড. শরীফ সাকি ও মনোয়ার শামসী সহ ১১ জন যুগ্ম-আহবায়ক এবং আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে মোট ৩৩ সদস্যে’র আহবায়ক কমিটি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ঘোষনা করেন।
সম্মানিত সদস্যগণ মেজবাউদ্দিন মোঃ জীবন চৌধুরী, অধ্যাপক এম সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, ওবায়দুল হক, সেলিনা আক্তার শ্যামলী, নাফিজ মাহবুব, আজিজুর রহমান, আব্দুল কাদের, আনোয়ারুল উলুম, আনোয়ার হোসেন(১৩ নং সেক্টর কল্যাণ সমিতি) মীর মেহেদী হাসান মাসুদ, আদিনা খান, মনিষা মাফরুহা, হারুনূর রশীদ তারেক, ফিরোজ আলম, শামীম আহমেদ, মোঃ খলিলুর রহমান, উম্মে মাহজাবীন শৈলী, এম এম সাদ, এ্যানী।