সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
সুমন হোসাইন:
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের সকল কার্যক্রম। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আগামীকাল (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেদুর রহমান জানান, খ্রিস্টান সম্প্রদায়ের ‘বড়দিন’ উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌখিক ভাবে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী-পরিচালক (ট্রাফিক) আজহারুল ইসলাম বলেন,খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের উপলক্ষে বুধবার সরকারি ছুটিতে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। একই সাথে বন্ধ থাকছে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম। তবে ভারতীয় পণ্য খালাস ট্রাক নিজ দেশে ফেরত যেতে পারবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ জানান, খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।