সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সুমন হোসাইন: যশোরের ফুলের রাজ্যে খ্যাত গদখালী বাজারে সুশৃঙ্খল সুরক্ষিত নিরাপদ মহাসড়ক নিশ্চিতকল্পে স্থানীয় বিভিন্ন পেশার কর্মজীবীদের নিয়ে,খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি জাকারিয়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ শে জানুয়ারী) সকালে ঝিকরগাছার গদখালী বাজারে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে ও কুরআন তেলোয়াতের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ জাকারিয়া বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানো বা হাইডলিং হর্ণ না বাজানো এবং মহাসড়কের উপর অবৈধভাবে তিন চাকার গাড়ি চলাচল না করার নিষেধাজ্ঞা দেন। তিনি আরও বলেন, হাইওয়েতে দুর্ঘটনা রোধে ঝিকরগাছা বাজার, গদখালী বাজার, নাভারন বাজার ও বেনাপোল স্থলবন্দরের মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান পাট সরিয়ে নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা দেন। পরে মতবিনিময় সভা শেষে,নাভারণ হাইওয়ে থানা পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, যশোর সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী,ঝিকরগাছা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইব্রাহিম, গদখালি বাজার কমিটির সাধারণ সম্পাদক সহ স্থানীয় ব্যবসায়ী ও সুধী সমাজের গণ্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।