সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
“ দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির“ সভাপতি, দার্শনিক, মানবতাবাদী মহান দেশপ্রেমিক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রামী বিচারপতি মরহুম মোহাম্মাদ আবদুর রউফের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ১৫ ফেব্রুয়ারী শনিবার বাদ আসর গাউসুল আজম মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বানিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, এটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, ড. মোঃ শাহজাহান সাজু, কাইয়ুম রেজা চৌধুরী, এড. হুমায়ুন কবির প্রমুখ।