শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মৌলভীবাজার সরকারি কলেজের ১৮হাজার শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন- ইংরেজী বিভাগের শিক্ষার্থী আব্দুস সালাম, সানজিদা শারমিন, রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, বিএনসিসি ক্যাডেট আমেনা বেগম, স্মাতক পাসের শিক্ষার্থী ফারজানা আক্তার হিমু ও তাজুল ইসলাম সাব্বির সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে জাকের আহমদ (অপু) বলেন, ডাকসু নির্বাচন হবে আগামী ১১মার্চ, সেই ধারাবাহিকতায় মৌলভীবাজার সরকারি কলেজের ১৮হাজার শিক্ষার্থীর একটাই দাবি ছাত্র সংসদ নির্বাচন। অবিলম্বে মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রীক অধিকার ফিরিয়ে দেওয়া হোক। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান। এ সময় বক্তারা আরোও বলেন, মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক দাবি। এই দাবী আদায়ে প্রয়োজনে শিক্ষার্থীরা নির্বাচনের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবে।