শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

কাকরাইল মসজিদের কোটি কোটি টাকা আত্মসাতের প্রতিবেদন দৈনিক মাতৃছায়ায় প্রকাশিত হলে সম্পাদক কে হত্যার হুমকী

কাকরাইল মসজিদের কোটি কোটি টাকা আত্মসাতের প্রতিবেদন দৈনিক মাতৃছায়ায় প্রকাশিত হলে সম্পাদক কে হত্যার হুমকী

প্রতিবেদক : কাকরাইল মসজিদের কোটি কোটি টাকা আত্মসাৎ কারী তাবলীগের আমির ওয়াসিফুল ইসলামের বিরুদ্ধে দৈনিক মাতৃছায়া পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করায় সম্পাদক ও নির্বাহী সম্পাদক কে বিভিন্ন ভাবে হত্যার হুমকী দিয়ে যাচ্ছে।

ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওছামা সরকারী লাইসেন্স করা অস্ত্রের গরমে ধরাকে স্বরাজ্ঞান করে বিভিন্ন ভাবে হত্যা ও গুম করার হুমকী দিয়ে যাচ্ছে। সে পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদক কে দুদক দিয়ে আবার ডিবি ও সিআইডি দিয়ে যে কোন সময় গ্রেফতার করার ভয় ভিতির হুমকী দিয়ে যাচ্ছে। এ যেন চোরের ছেলের বড় গলা। জানাগেছে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম ঠান্ডু কে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে দৈনিক মাতৃছায়া পত্রিকার সম্পাদক এম,এইচ, মোতালেব খান কে মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে গ্রেফতার করার জন্য সকল আয়োজন করেও ব্যার্থ হয়। ওয়াসিফুলের সাথে নুরুল ইসলাম ঠান্ডুর এখন দহরম মহরম, গলায় গলায় খাতির।

 

জানাগেছে ওয়াসিফুল হেপাজতকে বিপুল পরিমান টাকা দিয়ে সহযোগিতা করে সরকারকে উৎখাৎ করার জন্য কাজ করে ছিল। প্রমান আছে যে ১২ সেপ্টেম্বর ২০১৩ইং তারিখে মুফতি ওছামা তার ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটু উক্তি মুলক স্টাটাস দেয়। সেই ওয়াসিফুল ও ওছামার সাথেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম ঠান্ডু মিলে আওয়ামী লীগের ভাব মুর্তি ক্ষুন্ন করছে। পাকিস্তানী বংশভৃত ওয়াসিফুল ও তার ছেলে ভুয়া মুফতি ওছামার অস্ত্র লাইসেন্স বাতিল করার জন্য স্বচেতন মহল সরকারের নিকট জোর দাবী জানিয়েছে। অস্ত্রের বলে ওছামা তাবলীগ কে দুই ভাগ করে বিভিন্ন অরাজগতা চালিয়ে যাচ্ছে। বাবা-ছেলে টাকা আত্মসাত সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালানোর জন্য আজ তাবলীগ জামাত ভেঙ্গে দুই টুকরা হয়েছে। ভুয়া মুফতি ওছামার বিভিন্ন ভাবে হত্যার হুমকীর বিরুদ্ধে মতিঝিল থানায় একটি জিডি হয়েছে। জিডি নং: ৬৯১ তারিখ: ১১/০৫/২০১৯।

ওছামা এও বলেছেন এ রকম পত্রিকার সম্পাদক তার পাঞ্জাবীর পকেটে কয়েক শত আছে, এ রকম জিডি তার নামে শত শত আছে। হাসান হাবিব ১০ হাজার কোটি টাকার মামলা দিয়ে তার বাবা ওয়াসিফুলকে কিছুই করতে পারেনি। মসজিদের কোটি কোটি টাকা আত্মসাত করছে তাতে কে কি করতে পারছে ? নিউজ হয়েছে তাতে কি হয়েছে ? টঙ্গীর এস্তেমার মাঠে লোক হতাহত হয়েছে তাতে সরকারই কিছুই করতে পারেনি, সাধারন মানুষকে তো আমরা হিসাবেই ধরি না।

ওছামার উছশৃঙ্খল হুমকী ও জঙ্গীপনার অবসান ঘটানোর জন্য ভুক্ত ভুগিরা তার অস্ত্র লাইসেন্স বাতিল করার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবী জানিয়েছে। চলবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD