শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা-২’। ২০২১ সালে মহামারির পরে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বক্স অফিসে আলোড়ন তুলেছিল।
এ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন।
এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আল্লু অর্জুন দ্রুত আন্তর্জাতিক তারকা হিসেবে পরিচিত লাভ করেন। এবার যেন আরও বড় করে আসতে যাচ্ছে এ সিনেমা। তামিল, তেলুগু, মালয়াম, কন্নড়, হিন্দি ছাড়া বাংলা ভাষায়ও মুক্তি পাবে ‘পুষ্পা-২’।
এতে থাকছে বাংলা গানও। শোনা যাচ্ছে, এবার সেই গানে কণ্ঠ দিচ্ছেন ভারতের বাংলা গানের জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস। এটি যেন বাংলা ভাষাভাষীদের জন্য বিরাট এক চমক।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’কে তিমির বিশ্বাস জানান, পুরোটাই একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই সব খোলসা করতে রাজি নন। তবে শোনা যাচ্ছে, এ সিনেমার বাংলা ভার্সনে কোনো একটি গান বাংলায় গাইবেন তিমির।
গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা-২’সিনেমার প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে প্রায় হইচই পড়ে গিয়েছিল।
আল্লুকে এর আগে এই রূপে কখনো দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দুটি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক।
প্রসঙ্গত, বলা চলে কিছুটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। এর মাঝেই চলতি বছর ৮ এপ্রিল মুক্তি পায় সিনেমার টিজার। সেখানে একবারে নীল রঙের পট্টু শাড়িতে দেখা যায় আল্লুকে। জানা গেছে, আসছে ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে সুকুমার পরিচালিত এ সিনেমা।