বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও দুই সহযোগীকে ধারালো রাম দা, চাপাতিসহ শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকার ডিবিএল গ্রুপের মাওনা ফ্যাশনের জুট ব্যবসার দখলের চেষ্টাকালে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত জয়নাল আবেদীন ওরফে পিওর ওরফে ভেজাল উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও দেওচালা গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ডিবিএল গ্রুপের মাওনা ফ্যাশনের জুট ব্যবসা নিয়ে তেলিহাটি ইউনিয়ন বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের সহ–সভাপতি ফরহাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কালাম মিয়াদের সঙ্গে ঐ ইউপি সদস্য জয়নালের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজনই দেশীয় ধারালো অস্ত্রের মহড়া দিয়ে জুট ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিতে মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত থাকতে বলে। এতে এক পক্ষ সরে গেলেও অপর পক্ষ মারমুখি অবস্থান নিলে পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো রাম দা, ছুরা, বল্লম, লোহার রডসহ ইউপি সদস্য জয়নাল আবেদীন ওরফে পিওর ওরফে ভেজাল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, কারখানার জুট ব্যবসা নিয়ে স্থানীয়দের সঙ্গে ইউপি সদস্য জয়নাল আবেদীন ওরফে পিওর ওরফে ভেজালের দ্বন্দের কথা শুনেছি।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ মহড়া দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইউপি সদস্য ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।