বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পূর্বাহ্ন
গাইবান্ধা নির্বাচন অফিসে চরম দুর্নীতি অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। জনগণ সেখানে কোন ধরনের সেবা পাচ্ছে না। ন্যাশনাল আইডি কার্ডের কোন সমস্যা নিয়ে তাদের কাছে গেলে, তারা কাজ না করে, এক কথায় বলে দেয় সার্ভারের সমস্যা। আবার তাদের মনের মত ঘুষ দিলে, সার্ভার অদৃশ্যভাবে ভালো হয়ে যায়। টাকা ছাড়া কোন কাজ হয়না। এমনি এক পরিস্থিতির শিকার আমি নিজেই হয়েছি। ২২/০১/২০১৯ তারিখে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের ছবি সংশোধনের জন্য ২১/০১/২০১৯ তারিখে জমা দেই, ২২/০১/২/১৯ তারিখে আমার নতুন করে ছবি তোলেন। তারা বলেন এক দেড় মাসের মধ্যে আপনার ন্যাশনাল আইডি কার্ড সংশোধিত হইবে। একাধিকবার উক্ত অফিসে গেলে তারা বিভিন্ন টালবাহানা করতে থাকেন? আজ নয় কাল পরশু এভাবেই দীর্ঘ 6 মাস অতিক্রম করার পরেও আমার আইডি কার্ডটি সংশোধন করা হয়নি? তারা এক কথাই বলে সার্ভার নষ্ট। আমার প্রশ্ন যে সার্ভার কত দিনে ভালো হবে। এভাবে মানুষের ভোগান্তি কতদিন চলবে? জনগণ আর কতদিন তাদের হয়রানির শিকার হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।