শুক্রবার, ০২ Jun ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করার দাবিতে মাদারীপরের কালকিনি উপজেলা ,পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে একটি শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শহশ্রাধীক নেতা-কর্মী অংশ গ্রহন করেন। আজ শনিবার সকালে উপজেলার পুরান বাজার থেকে র্যালীটি বের করে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন শেষে স্থানীয় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের কার্যকরি সদস্য বি,এম জুবায়ের হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সাব্বির, মোঃ নাঈম হোসেন ও মোঃ রমজান হোসেন প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করার দাবী যানান।